চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মোহাম্মদ আতাউল হক
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মোহাম্মদ আতাউল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ১৮ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ সালে অত্র জেলায় যোগদান করেন। তিনি ৩য় বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নং ২০০৮২০৩১৬৪। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল-বি (সম্মান), এল.এল-এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা নেত্রকোণা। ইতোপূর্বে তিনি আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত ছিলেন। তিনি ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় Western Sydney University, Australia হতে প্রশিক্ষণ লাভ করেন। তিনি Human Rights, Juvenile Justice, Children Rights, Alternative Dispute Resolution, Survey and Settlement, Judicial Administration ইত্যাদি ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি পত্রিকায় আইন বিষয়ে লেখালেখি করেন। তিনি ভারত, চীন ও অষ্ট্রেলিয়া ভ্রমণ করেছেন।