Skip to main content
 

আমাদের কথা

ফেনী জেলার সংক্ষিপ্ত ইতিহাস:

ফেনী জেলা চট্টগ্রাম বিভাগের ক্ষুদ্রতম জেলা। ফেনী নদীর নামানুসারে এটির নামকরণ করা হয়। এটির মোট আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার। ১৮৭৫ খ্রিষ্টাব্দে মিরসরাই, ছাগলনাইয়া এবং আমীরগাঁও এর সমন্বয়ে এটি নোয়াখালী জেলার মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মিরসরাইকে কর্তন করে চট্টগ্রাম জেলার অর্ন্তভুক্ত করা হয়। উক্ত মহকুমার প্রথম সদর দপ্তর ছিল আমীরগাঁওয়ে যেটি পরবর্তীতে ১৮৮১ খ্রিষ্টাব্দে ফেনী শহরে স্থানান্তর করা হয়। ১৯৮৪ খ্রিষ্টাব্দে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে মহকুমাগুলো জেলাতে রূপান্তর করা হলে ফেনী মহকুমাও জেলায় রূপান্তরিত হয়। বর্তমানে ফেনী জেলার মোট ৬টি উপজেলা রয়েছে। সেগুলো হলো: ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞাঁ, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম।

 

ফেনী জজ কোর্টের ইতিহাস :

জেলা ও দায়রা জজ আদালত, ফেনী-এর কার্যক্রম শুরু হয় ১৫ জানুয়ারী ১৯৮৫ খ্রিষ্টাব্দে। তারও পূর্বে ফেনী জেলা নোয়াখালী মহকুমার অধীনে হওয়ায় ফেনী জেলার বিচারিক কার্যক্রম জেলা ও দায়রা জজ আদালত, নোয়াখালী-তে পরিচালিত হতো। ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত থাকাবস্থায় ১৯০৫ খ্রিষ্টাব্দে সমগ্র বঙ্গ প্রদেশে মুন্সেফি আদালত প্রতিষ্ঠিত হলে সোনাগাজী ও পরশুরাম-এর সমন্বয়ে ১ম মুন্সেফি আদালত এবং ফেনী সদর, দাগনভুঞা এবং ছাগলনাইয়ার  সমন্বয়ে ২য় মুন্সেফি আদালত প্রতিষ্ঠিত হয়। ইংরেজ আমল, পাকিস্তানি শাসনামল এবং দেশ স্বাধীন হওয়ার পর ফেনী জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠিত হওয়া অবধি উক্ত দুটি আদালতে ফেনী জেলার উদ্ভূত মামলাসমুহের বিচার কার্যক্রম চলতো। এর মধ্যে ১৯৮১ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম সাবজজ (বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত) আদালতের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৯৪ খ্রিষ্টাব্দে ২য় সাবজজ আদালত প্রতিষ্ঠিত হয়। ২০১৮ খ্রিষ্টাব্দে ফেনী জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জেলা ও দায়রা জজ আদালত, ফেনী-এর অধীনে ২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২টি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, ১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ৩টি সিনিয়র সহকারী জজ আদালত ও ২টি সহকারী জজ আদালতের মাধ্যমে ফেনী জেলায় উদ্ভূত মামলা সমুহের বিচারকার্য পরিচালিত হচ্ছে। এ ছাড়াও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে (সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন বিচারক কর্তৃক পরিচালিত) জেলার গরিব, অসহায় ও অস্বচ্ছল বিচার প্রার্থীদের অইনগত সহায়তা প্রদানের মাধ্যমে প্রান্তিক জনগণের বিচারিক অভিগম্যতা নিশ্চিত করা হচ্ছে।

 

চীফ জুডিসিয়াল আদালত ফেনী-এর ইতিহাস :

২০০৭ খ্রিষ্টাব্দে বিচার বিভাগ পৃথককরণের মাধমে সারাদেশে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই উক্ত আদালত বিচারপ্রার্থীদের দ্রæত ন্যায়বিচার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। বর্তমানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে ১টি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ৩টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং ৪টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফেনী জেলায় উদ্ভূত ফৌজদারি মামলাসমুহের আমলেগ্রহণসহ বিচারিক সেবা প্রদান করে আসছে।